|
---|
নিজস্ব সংবাদদাতা : মেমারি ১নং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ব্লকের নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জিকে সংবর্ধনা জানালো। সংগঠনের পক্ষ থেকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ সিদ্ধান্তে নিত্যানন্দ বাবুকে এই ব্লকের সভাপতি পদে আসীন করানো হয়েছে। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিকে মনোনীত করেছেন বলে জানানো হয়। মেমারির কাছের মানুষ, কাজের মানুষ নিত্যানন্দ ব্যানার্জি মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনারম্বর সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা, সংগঠনটি ব্লক কমিটির পক্ষে বিশিষ্ট শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়, সঞ্জয় কুমার হাজরা, উজ্জল চক্রবর্তী, পীযূষ বোস, সোমনাথ দাস প্রমুখ।