|
---|
মহঃ মুস্তাকিম মন্ডল : হুগলীর ধনিয়াখালীতে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ও বিজেপি কতৃক এই সংস্থার অপব্যবহারের প্রতিবাদে শনিবার এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে ধনিয়াখালী ব্লক তৃণমূল যুব কংগ্রেস। স্থানীয় বিধায়ক মাননীয়া অসীমা পাত্র মহাশয়ার নেতৃত্বে এদিন এই মিছিলে পায়ে পা মেলায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতৃবৃন্দ,কর্মী ও সমর্থকরা। এদিন এই মিছিলটি ধনিয়াখালী সিনেমাতলা থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী এলাকা হয়ে ধনিয়াখালী বাসস্ট্যান্ড মোড়ে শেষ হয়।মিছিলে স্থানীয় বিধায়ক অসীমা পাত্র মহাশয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “”যে বিজেপি বিভিন্ন ভাবে বাংলাকে বঞ্চিত ও লাঞ্ছিত করার পরও বাংলা দখল না করতে পেরে এবার কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের ও দ্বিচারিতার মাধ্যমে বাংলাকে অপমান করছে।যা বাংলার মানুষ বুঝতে পেরেছে। মানুষ আরও বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী মতো সারদা নারদা দূর্নীতিগ্রস্ত নেতারা ধোয়া তুলসী পাতা কারণ তারা বিজেপির ছায়াতলে আছে ।তাই তাদের সাতগুণ মাপ।কেন্দ্রীয় সংস্থা তাদের গ্রেপ্তার করবেনা””।
উল্লেখ গত বৃহস্পতিবার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেপ্তার এর পর দলীয় নির্দেশ বিভিন্ন জেলায় জেলায় কেন্দ্রীয় সংস্থার দ্বিচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে তৃণমূল কংগ্রেস।