|
---|
বৈষ্ণবনগর,নিজস্ব সংবাদদাতা :
বেগম মাবিয়া মেমোরিয়াল কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালুরঘাট একাদশ। রানার্স মুর্শিদাবাদ কাওসার একাদশ। বৃহস্পতিবার ১৬৮ রানের জবাবে ৭ উইকেটে জয়ের রান তুলে নেয় বালুরঘাট। কালিয়াচক-৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জৈনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
মোট ৮টি দল অংশ নেয়। কলকাতা, কাটিহার, জলপাইগুড়ি, বালুরঘাট সহ বিভিন্ন নামী ৮ টি দল এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে। খেলা চলে তিনদিন। । শুরু হয় 5 , শেষ হল 7 । অন্যতম উদ্যোগতা ও পরিচালক ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলাসভাপতি ড: মোয়াজ্জেম হোসেন ও এলাকার জৈনপুর অন্বেষণ ক্লাব ও কুম্ভিরা অঞ্চলের জনসাধারণের ব্যবস্থাপনায় এই ক্রীড়া অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল, সমাজসেবী তথা চিকিৎসক মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীন) দীপক সরকার, কালিয়াচক-৩ ব্লকের সভাপতি শাহনাজ বেগম প্রমুখ। এদিন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি-সহ তুলে দেওয়া হয় ৭০ হাজার টাকা। এবং রানার্স দলের হাতে ট্রফি-সহ দেওয়া হয় ৫০ হাজার টাকা। ম্যাচের সেরা হন চ্যাম্পিয়ন দলের সৌমেন সরকার এবং প্রতিযোগিতার সেরা হন পিন্টু সরকার।
উদ্যোক্তারা জানান, বিশিষ্ট চিকিৎসক মোয়াজ্জেম হোসেনের মা প্রয়াত মাবিয়া বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল ব্যাপক । ক্রীড়ামোদিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো্। এই ক্রীড়ার মুখ্যপরিচালক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা স্বাস্থ্য ও পরিবার কমিটির চেয়ারম্যান ড মোয়াজ্জেম হোসেন বলেন, কালিয়াচক-৩ ব্লকের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে ক্রীড়ার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে মায়ের স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজন ।