|
---|
নিজস্ব সংবাদদাতা : জাতীয় রক্তদান দিবস উপলক্ষে মহাষষ্ঠীতে জীবনের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ১লা অক্টোবর ২০২২ সন্ধ্যায় বামনগোলা ব্লকে সালালপুর পূজা প্রাঙ্গণে।
উদ্যোগে সালানপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সহযোগিতায় বামনগোলা পুলিশ প্রশাসন, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা।
শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তপন রায়, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, সম্পাদক বরুন সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল, স্কাউট মাস্টার প্রমথ সরকার প্রমূখ।
জাতীয় রক্তদান দিবসে মহাষষ্ঠীতে শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন ।
সকল রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে চারা গাছ এবং মেমেন্টো প্রদান করা হয়। সকলকে ধন্যবাদ জানান মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসক অশোক চক্রবর্তী মহাশয়।