|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদহ:-মালদা জেলা নেহেরু যুব কেন্দ্রের তরফে মালদার মানিকচকের ভুতনী থানার পুলিনটোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মালদা নমামী গঙ্গের গঙ্গাদূতের দুই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।এদিন দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শিবিরের শুভসূচনা হয়।ভুতনী থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক যুবক-যুবতি দুই দিনের গঙ্গা দূষন নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ করে
এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা নমামী গঙ্গের জেলা প্রকল্প আধিকারিক সব্রত দাস,পুলিনটোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডল,আলম সেক,হরিপদ মাহাতো,দিলবার হোসেন সহ অনান্যরা।যদিও গঙ্গা দূষন জল দূষন,জল অপচয় রুখতে সচেতনতা করা হয়।গঙ্গানদীর তীরবর্তী এলাকার যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেওয়া হয়।মূলত,গঙ্গানদীর জল দূষন বন্ধ করা।বৃক্ষরোপন,অঙ্কন প্রতিযোগিতা,প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। জল অপচয় বন্ধ করা সহ বিভিন্ন দিক তুলে সাধারণ মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য।পাশাপাশি প্রশিক্ষণের শেষে সকল গঙ্গাদূত সদস্যদের শংসাপএ প্রদান করা হয়।মালদা জেলা নমামী গঙ্গের তরফে।