কেশপুর তৈরি আছে বিজেপির জামানত জব্দ করতে: তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা

নতুন গতি , কেশপুর: কেশপুর তৈরি আছে বিজেপির জামানত জব্দ করতে। কেশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুরে এক পথসভায় এ কথা বললেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। কেশপুরের প্রতি বুথে বুথে বিজেপির জামানত জব্দ করার আহ্বান জানান তৃণমূল মুখপাত্র। শুভেন্দুর নাম না করে তিনি বলেন মেদিনীপুরে এক গদ্দার জন্মেছেন। সারা বাংলার মানুষ জানেন। এর কাছে কমপ্লেন ওর কাছে কমপ্লেন করে করে তিনি এখন বিজেপির কমপ্লেন বয় হয়ে গেছেন। তিনি আরো বলেন T M C এর T মানে টেম্পল, M মানে মস্ক, C মানে চার্চ অর্থাৎ তৃণমূল মানে সর্ব ধর্মের সমন্বয়। তৃণমূল মুখপাত্র সুদীপ আইএসএস সুপ্রিমো আব্বাস সিদ্দিকীকে কটাক্ষ করে বলেন, ভাইজান আপনারাই প্রকৃত। ওইগুলো হচ্ছে ফেক ভাইজান। বিজেপির দালাল । ব্যাঙ্গালোর থেকে খামে করে এসেছে ,আবার খামে ভর্তি হয়ে ব্যাঙ্গালোর ফিরে যাবে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুর বাজারের এক বিশাল মিছিল হয়। মিছিল শেষে কেশপুর বাসস্ট্যান্ডে এক পথসভা হয়।

    এদিন মিছিলে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, তৃণমূল প্রার্থী শিউলি সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিক, ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, যুব সভাপতি আসিফ ইকবাল, জেলা সহ সভাপতি চিত্ত গড়াই, জেলা ছাত্র সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    এছাড়াও সকালে কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্দ্যোগে কেশপুর ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে শিউলি সাহার সমর্থনে নির্বাচনী বৈঠক হয়। উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ হাবিবুর রহমান , পঃ মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ সভাপতি সেখ কমরুদ্দিন সহ কেশপুর ব্লকের দুটি চিকিৎসক সংগঠন আরএমপিএ এবং প্রগতিশীল গ্রামীণ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। প্রগতিশীল চিকিৎসক সংগঠনের জেলা সম্পাদক ডক্টর দিলিপ পান বলেন, আগে গ্রামীন চিকিৎসকদের হাতুড়ে বা কোয়াক বলে অবজ্ঞা করা হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ চিকিৎসকদের ইনফোরামল হেলথকেয়ার বা স্বাস্থ্য পরিষেবক হিসেবে মর্যাদা দিয়েছেন। করোনার সময় আমরা চিকিৎসা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন গ্রামীণ মানুষদের চিকিৎসা একমাত্র গ্রামীন চিকিৎসকরায় দিয়েছেন। তাই তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমাদেরকে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র দিয়েছেন। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকার বার্তা দিতে আজ শিউলি সাহার সমর্থনে কেশপুরে উপস্থিত হয়েছি।