|
---|
ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে
আব্দুস সামাদ, জঙ্গিপুর : ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। এই ধর্ষণের শিকার হয়েছেন জিন্নাতুন খাতুন নামে এক গৃহবধূ (২১)। ধর্ষণকারীর নাম আবু তাহের ওরফে (রনি) শেখ এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত 5 ই মার্চ বাসুদেবপুরে। সেই দিন দুপুর 2:30 নাগাদ বাড়িতে একা ছিলো জিন্নাতুন খাতুন নামে ওই গৃহবধূ। এই সুযোগ পেয়ে ওই গৃহ বধূকে ছুরির ভয় দেখিয়ে শারীরিক অত্যাচার, ও নির্যাতন শুরু করে ওই আবু তাহের ওরফে রনি। ওই মহিলার শরীরে রয়েছে একাধিক নখের আঘাত। এইরকমই ঘটনার শিকার হয়েছিল তোহফা খাতুন নামে এক গৃহবধূ নয় মাস আগে একই ঘটনার শিকার হন তিনি। তোহফা খাতুন জানান এই আবু তাহের ওরফে রনির হাতে আমিও একই শিকার হতে চলেছিলাম কিন্তূ আমার চিৎকারে সে পালাতে বাধ্য হয়। এই বিষয়টি কিছুদিন আত্মমর্যাদা, ওসন্মানের জন্য প্রকাশ করতে চাইনি ওই দুই গৃহবধূ বলে জানান। কিন্তু সবার সামনে প্রকাশিত করতে বাধ্য হলো। ওই ধর্ষকের বিরুদ্ধে গত 7 মার্চ সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় বলে জানান। লিখিত অভিযোগ করার পরেই গ্রেফতার করা হয় আবু তাহের ধর্ষক কে। এবং এই নিয়ে প্রশ্ন উঠেছে গ্রামবাসীর প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও।বিগত দিনে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে গেলে একটি সাধারণ রিপোর্ট লিখিত করে পুলিশ বলে জানান সেই নির্যাতিতা জিন্নাতুন খাতুন নামে ওই গৃহবধূ। এই বিষয়টি নিয়ে পুরো সামশেরগঞ্জ থানা তথা বাসুদেবপুর গ্রামে মানুষের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে। এবং এই দোষীকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে এবং শমসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসনিক বিভাগ জানান এর সম্পূর্ণ সঠিক তদন্ত হবে।