অবৈধভাবে মদ তৈরি করার সময় আবগারি দপ্তরের হাতে গ্রেপ্তার পাঁচ।

নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদের সুতিতে অবৈধভাবে মদ তৈরি করার সময় আবগারি দপ্তরের হাতে গ্রেপ্তার পাঁচ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার অন্তর্গত লক্ষীনারায়নপুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আবগারি দপ্তর সূত্রে খবর, ধৃতদের নাম বরুণ দাস, বিশ্বজিৎ দাস, রানুপদ দাস, জীবন দাস এবং বিপিন দাস। সকলের বাড়ি সুতি থানা এলাকা। ধৃতদের কাছ থেকে ৬০ লিটার স্পিরিট, ১২১ লিটার ডুপ্লিকেট মদ, ৩৩০ পিস ডুপ্লিকেট হলো গ্রাম এবং ৮৪ পিস ছিপি উদ্ধার করেছে আবগারি দপ্তর। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মদ তৈরি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন বলেই খবর। এদিকে রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় আবগারি দপ্তরের পুলিশ। মদ কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে আবগারি দপ্তর।