|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে প্রদান করা হলো এবছরের মেধা পুরস্কার। জেলার প্রাচীন এবং প্রতিনিধি স্থানীয় দৈনিক বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার উদোগে ৩৩ তম মেধা পুরস্কারের প্রাথমিক পর্যায়ে রবিবার মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত পত্রিকার অফিস থেকে একাদশ শ্রেণীর চুয়াল্লিশ জন্য ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্য পুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো।
স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এই ঘরোয়া অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপাস্থিত ছিলেন শিক্ষক তাপস দাস, চন্দন ঘোষ শ্রাবনী দাস, অবসর প্রাপ্ত বিচারক প্রদেশ দাস, হাইকোর্টের আইনজীবী আলম সাহেব , সাংবাদিক শোভন দাস, মণিরাজ ঘোষ, মেধা কমিটির ব্যাপী আঢ্য ,মেধা পুরস্কার কমিটির সম্পাদক তথা পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তীসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবরর্গ। চূড়ান্ত পর্বের মেধা পুরস্কার প্রদান ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি পুজোর আগেই হবে বলে জানান, পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী।