|
---|
সেখ সামসুদ্দিনঃ বিধানসভা ভোটের আগে করোনা আবহে এতদিন ভার্চুয়াল সভা, মিটিং মিছিল হচ্ছিল৷ কিন্তু ধীরে ধীরে রাস্তায় নামছে তৃণমূল ৷ ভোটের আগে বিজেপির বিরুদ্ধে জোরদার প্রচার করতে কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বেশ কয়েক দফায় পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে অস্বাভাবিক। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে আগেও দেখা গেছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে আজও তার ব্যতিক্রম হয়নি। সরকারের পুঁজিপতিদের তোষণ নীতি ও জনবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের প্রতি অঞ্চলে প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। কোথাও কোথাও একই অঞ্চলে পৃথক ও সমান্তরাল ভাবে মিছিল সভা করা হয়। গন্তার ১ অঞ্চলে ব্লক নেতৃত্ব মিছিল ও সভা করে, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, যুব নেতা সন্দীপ পরামানিক, ছাত্রনেতা মুকেশ শর্মা, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্ব। গন্তার ১ অঞ্চলেই সমান্তরাল ভাবে বাহাবপুর হতে শঙ্করপুর পর্যন্ত মিছিল ও সভা করা হয়। গন্তার ২ অঞ্চলে ঘোষ গ্রামে সন্দীপ পরামানিকের নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সভায় ছিলেন বিধায়ক নার্গিস বেগম। বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জীর নেতৃত্বে তক্তিপুর খেলার মাঠ সংলগ্ন কৃষ্ণপুর মোড়ে মিছিল ও সভা করা হয়। এখানেও দফায় দফায় উপস্থিত হন ব্লক নেতৃত্ব, বিধায়ক, ছাত্রনেতা সহ নেতৃত্ব। এখানে অর্কর নেতৃত্বে একটি ই-রিক্সা ইউনিয়নের সূচনা করা হয়। এই অঞ্চলেও সমান্তরাল একটি ই-রিক্সা ইউনিয়নের পৃথক মিছিল করা হয়। দুর্গাপুর অঞ্চলের কালসি মোড়ে ব্লক নেতৃত্ব, প্রধান সহ অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে সভা করা হয়। অপরদিকে একই অঞ্চলের চোটখন্ড ঝাপান তলায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বাগিলা অঞ্চল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি ১ ব্লক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নিতাই ঘোষ ও দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আসা তৃণমূল কর্মী সমর্থক ও বুথ কমিটির সদস্যরা। এইদিনের প্রতিবাদ মিছিলে ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব।