ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নতুন গতি নিউজ ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই৷ কলকাতা পুলিশের গঠিত সিট-এর তদন্তে আস্থা রেখে এই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলার একযোগে শুনানি করে এ দিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ৷ তবে ভবিষ্যতে এই তদন্ত প্রক্রিয়ায় কোনও ত্রুটি বা ফাঁকফোকর সামনে এলে ফের জনস্বার্থ মামলাকারীরা বিষয়টি আদালতের সামনে আনতে পারেন বলেও জানিয়ে দিয়েছে আদালত৷ তবে ভ্যাকসিন কাণ্ডে এই প্রতারণার ঘটনা অত্যন্ত বিরল বলেই পর্যবেক্ষণে জানিয়েছেন দুই বিচারপতি৷

    কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত ভুয়ো আইএএস অফিসার পরিচয় দেওয়া দেবাঞ্জন দেবকে৷ যদিও কলকাতা পুলিশের তদন্তে আস্থা না রেখে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ তবে আদালতের শুনানি পর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করতে গিয়ে জানান, এই ঘটনার তদন্তে ১৭ জনকে নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ৷  ৩০ জুন পর্যন্ত এই মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে, প্রায় ৫০ জনকে জেরা করেছেন তদন্তকারীরা৷ তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্টও জমা দেন অ্যাডভোকেট জেনারেল৷

    রাজ্যের তরফে আদালতে আরও জানানো হয়, এই ঘটনার তদন্তে বেশ কয়েকটি রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ৷ সেই রিপোর্ট হাতে আসার পরই খুব দ্রুত মামলার চার্জশিট পেশ করা হবে বলেও আদালতকে আশ্বস্ত করা হয়৷ রাজ্যের তরফে এই আশ্বাস পাওয়ার পর এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ যেহেতু তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আপাতত কলকাতা পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷