|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে, বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। শপথ বাক্য পাঠ করালেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, প্রথম দফায় শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন রাজ্যপাল। কড়া নিন্দা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অবশেষে পরিষদীয় দপ্তর আপত্তি করায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ানোর দায়িত্ব দেন রাজ্যপাল। যদিও আজ উপস্থিত ছিলেন না স্পিকার।