১৬২ বছর পর প্রথমবার স্থগিত রাখা হলো ব্রিটিশ আমলে তৈরি রাষ্ট্রদ্রোহ আইন

দেবজিৎ মুখার্জি: ১৬২ বছর পর প্রথমবার স্থগিত রাখা হলো ব্রিটিশ আমলে তৈরি রাষ্ট্রদ্রোহ আইন।

    সুপ্রিম কোর্ট জানিয়েছে “আপাতত রাষ্ট্রদ্রোহ আইনে কোনও এফআইআর দায়ের করা উচিৎ হবেনা। যদি রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়, তাহলে অভিযুক্তরা চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারে। যদি কারও নামে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়ে থাকে, তাহলে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবেনা। মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই আইনের বলে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা জামিনের জন্য আবেদন করতে পারবেন।”