শ্রীলঙ্কায় জারি করা হয়েছে কারফিউ, মৃত্যু হয়েছে ৮ জনের

দেবজিৎ মুখার্জি: জ্বলছে গোটা শ্রীলংকা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে গুলি চালানোর আদেশ দেওয়াও থামাতে পারছেনা বিক্ষোভকারীদের।

    জারি করা হয়েছে কারফিউ। জানা গিয়েছে, সংঘর্ষের জেরে কলম্বো ও দেশের অন্য প্রান্তে আহত হয়েছেন আড়াইশোর উপর। রাজাপক্ষে ও অন্যান্য রাজনীতিবিদদের দেশ ছাড়ার গুঞ্জন ছড়ানোর পর বিক্ষোভকারীরা বন্দরনায়েক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে চেক পয়েন্ট তৈরি করে ফেলেছেন যাতে কোনোভাবেই রাজাপক্ষে বা তাঁর পরিবারের কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু হয়েছে ৮ জনের।