মুসলিমদের জন্য মসজিদ খুলে দিয়ার ঘোষণা করলেন দক্ষিণ কোরিয়া সরকার

মুসলিমদের জন্য মসজিদ খুলে দিয়ার ঘোষণা করলেন দক্ষিণ কোরিয়া সরকার

    নতুন গতি ওয়েব ডেস্ক: লক ডাউন ফলে সব দক্ষিণ কোরিয়া সরকার সকল ধর্ম স্থানে জন সমাবেশ নিষেধ ঘোষণা করেছিলেন। আগামী বুধবার অর্থাৎ ৬ মে থেকে বন্ধ থাকা সকল মসজিদ গুলো খুলে দিয়ার ঘোষণা করলেন মুসলিমদের জন্য।
    কারণ হিসেবে জানান যে গত তিন দিন ধরে কোনো নতুন করে করোনা আক্রান্ত খবর না থাকার কারণে এই সিদ্ধান্ত বলে জানান।

    এই ঘোষণায় খুশির খবর বলে জানান সে দেশের মুসলমান,বর্তমানে চলমান মাহে রমজান মোবারক মাসে বিশেষ করে জুম্মার নামাজ জামাতে আদায় করতে পারবেন বলে মনে করছেন।
    যদিও মসজিদে ঢুকার আগে হাত সনেটাইজ করতে হবে।