|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হাওড়া: হাওড়ার জগতবল্লভপুরে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের উদ্যোগে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত পাশবিক নির্যাতন ধর্ষণ হত্যা এবং পশ্চিমবঙ্গে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে ধিক্কার মিছিল ও জনসভা উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক ইউশা আব্বাসী, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক অমর ঘোষ,সহ সভাপতি সুজিত হাজরা, সিপিআইএম জেলা কমিটির সদস্য এবং জগৎবল্লভপুর সিপিআইএমের সম্পাদক বৈদ্যনাথ বসু প্রমুখ। ইউশা আব্বাসী বলেন “মুখ্যমন্ত্রী দিল্লিতে বিজেপির সঙ্গে দোস্তি করেন আর বাংলায় লোক দেখানো কুস্তি করেন। আসলেই তিনি বিজেপির কেন্দ্রীয় বন্ধু “।