|
---|
মালদা, ২৫ অক্টোবর: বিএসএফের কার্যকলাপের পরিধি আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করল ‘বাংলা পক্ষ’। রবিবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহের কালিয়াচকে বাংলা পক্ষের তরফে বিক্ষোভ সমাবেশ করে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এই নির্দেশিকা পশ্চিমবঙ্গের মানুষ মানবেন না। অবিলম্বে কেন্দ্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সদস্যরা।
এদিন কালিয়াচকে ৩৪ নম্বর জাতীয় সড়কের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে মালদহ বাংলা পক্ষের সম্পাদক রফিক আহমেদ অভিযোগ করেন, চুপিসারে রাজ্যের ক্ষমতা ও সাধারণ মানুষের মানবাধিকার খর্ব করতে বিএসএফের এক্তিয়ার বাড়ানো হয়েছে। সংবিধান বিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত, আগে যেখানে আন্তর্জাতিক সীমানা থেকে ১৫ কিলোমিটারের মধ্যে বিএসএফ তাদের কার্যকলাপ চালিয়ে যেত। সেটা এক লাফে বেড়ে ৫০ কিমি হওয়ায় প্রমাদ গুনছেন মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী ব্লকগুলির মানুষ। এই নোটিফিকেশন অনুযায়ী বিএসএফ সীমান্তরেখার ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে সন্দেহভাজনদের গ্রেফতার, বাড়িতে অনুুুুসন্ধান এবং বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়েছে। পাশাপাশি ক্রিমিনাল পেনাল কোড ও পাসপোর্ট আইন অনুযায়ী সন্দেহভাজনদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবে বিএসএফ। স্থানীয় থানার সঙ্গে সমন্বয় সাধন না করে বিএসএফ তাদের অপারেশন চালাতে পারবে। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমানারেখা থেকে ৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে মালদহ জেলার আটটি ব্লক বা থানা এলাকা রয়েছে। সেগুলি হল গাজোল, বামনগোলা, হবিবপুর, ওল্ড মালদহ, ইংলিশবাজার এবং কালিয়াচক-১, ২ ও ৩ নম্বর ব্লক। অতীতে বিএসএফ তাদের কার্যকলাপ মহদিপুর, মুচিয়া, চরিঅনন্তিপুর, কেষ্টপুর সহ বেশ কিছু সীমিত জায়গায় চালাতে পারলেও নতুন নোটিফিকেশন অনুযায়ী তারা এই আটটি ব্লকের প্রায় সব জায়গায় অর্থাৎ অর্ধেক মালদহ জেলায় অবাধে কার্যকলাপ জারি রাখতে পারবে।