|
---|
নিজস্ব সংবাদ দাতা, বাঁকুড়া : সম্প্রতি ৭ জুন বাঁকুড়ার মাধ্যমিক,হাই মাদ্রাসা,সিনিয়র মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিকের রাজ্যস্তরের সফল ছাত্র ছাত্রীদের বাঁকুড়া জেলা জমিয়তের পক্ষ থেকে জেলা আই টি সেলের উদ্যোগে সম্বর্ধিত ও পুরস্কৃত করা হয়।
প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের সম্মাননা পত্র সহ পুরষ্কার দ্রব্য আপাতত ১২ জনের হাতে তুলে দেওয়া হয়।পুরষ্কৃত ছাত্র ছাত্রীরা জমিয়তের এই সম্বর্ধনায় খুশিতে উচ্ছ্বসিত হয়ে জমিয়তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি, সহ-সম্পাদক,কোষাধ্যক্ষ প্রমুখ এবং আই টি সেলের সদস্যগণ।