বাঁকুড়ায় তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিশ্ব কবির ১৬০তম জন্ম জয়ন্তী পালন।

আর এ মণ্ডল, বাঁকুড়া : বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসকে ঠেকাতে চলছে লক ডাউন।এদেশেও সেই একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এবারের ২৫ বৈশাখ হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিন। সেই উপলক্ষে বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, বিষ্ণুপুর মহকুমা এবং খাতড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এর উদ্যোগে “লক ডাউন,”কে মান্যতা দিয়েই কবি প্রণাম সহ রবীন্দ্র স্মরণে অতি সংক্ষিপ্ত শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান। প্রথমে জেলা তথ্য ও সংস্কৃতি অফিসে কবি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ। এবং বাঁকুড়ায় রবীন্দ্র স্মৃতি মিশ্রিত হিল হাউস প্রাঙ্গণে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বাঁকুড়া রবীন্দ্র পরিষদ এর পক্ষ থেকে যৌথভাবে পালিত হয়।মাল্যদান করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরুণাভ মিত্র। বিষ্ণুপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরে রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিষ্ণুপুর ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ চ্যাটার্জি। অন্য দিকে কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গুরুসদয় মঞ্চে অবস্থিত খাতড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শংকর মণ্ডল।