অনলাইনে ২৫শে বৈশাখ উদযাপন করল দ্বীপবাংলা সাহিত্য পত্রিকা।

নিজস্ব প্রতিনিধি: ৮ই মে ২০২০- করোনার প্রকোপে ঘরবন্দি হয়েও প্রযুক্তির দৌলতে অনলাইনে ২৫শে বৈশাখ উদযাপন করল দ্বীপবাংলা সাহিত্য পত্রিকা। পত্রিকার তরফে শিল্পী পল্লবী হাওলাদার পরিবেশিত “মায়াবন বিহারিণী ” সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অশোক কুমার পান্ডে রবীন্দ্রনাথের সাহিত্য ও সমাজে তার প্রভাব সম্পর্কিত প্রাঞ্জল আলোচনার পাশপাশি এবং স্বরচিত কবিতা পাঠ করেন। ধ্রুবর বক্তব্যে ভেদাভেদহীন সমাজের কথা উঠে আসে। যা কবি নিজে তাঁর সাহিত্যে বলেছেন। এছাড়া সুমন সরকার, চিত্ত সরকার, অভিজিৎ মুখার্জী, ধ্রুব তালুকদার, অধ্যাপক চন্দ্রনাথ সাহা, সঙ্গীতা বাইন, “দক্ষিণ চব্বিশ পরগনা ” পত্রিকার সম্পাদক শ্রী পরেশ সরকার, কবি মনীষা সরকার, স্বরচিত কবিতা পাঠ করেন। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন আঙ্গিকের একগুচ্ছ সঙ্গীত পরিবেশন করেন রত্না সরকার, অধ্যাপক শুভম কংসবণিক, অনিন্দিতা ব্যানার্জী, সমৃদ্ধি মন্ডল(শিশুশিল্পী), নীহারেন্দু বিশ্বাস, নির্মলেন্দু বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। এভাবেই রবি মাসে রবির দিনে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বীপবাংলা সাহিত্য পত্রিকা। শ্রদ্ধাঘন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্বীপবাংলা সাহিত্য পত্রিকার বর্তমান সম্পাদক, অধ্যাপিকা যূথিকা পান্ডে।