সমাজ ভাবনা সাহিত্য পত্রিকার সংখ্যা প্রকাশ এবং ছাত্র- ছাত্রী ও গুণিজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

মহ. রহমতুল্লাহ : ১৯শে জানুয়ারি ২০২০ (রবিবার) প্রতিবছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে ‘সমাজ ভাবনা সাহিত্য পত্রিকার’ চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও সাহিত্য বাসর। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক কাজী আমিনুল ইসলামএবং প্রধান অতিথি জয়নূল আবেদীন , বিশেষ অতিথি প্রাবন্ধিক মজিবুর রহমান, তৈমুর খান, নাসের ওয়াদেন, প্রমুখ। কবি তৈমুর খান, আব্দুস সালাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উজ্জ্বল উপস্থিতিতে রহমতুল্লাহ সিঙ্গারের উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে বেলা এগারোটা নাগাদ এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়। সকলকে স্বাগত জানান স্বাগত ভাষনের মধ্যে দিয়ে ‘ সমাজ ভাবনা সাহিত্য পত্রিকার সম্পাদক মহঃমুস্তফা শেখ। ‘সমাজ ভাবনা চতুর্থ বর্ষ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার আত্মপ্রকাশ ঘটে। কবিতা পাঠ এবং চোখে পড়ার মতো ছিল নৃত্য, সংগীত এবং বেশ কয়েক জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সুচারুরূপে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান ও সাহিন হোসেন। এছাড়াও মহঃ গফুর সেখ,তাহাসিনুল ইসলাম,মোফাক হোসেন, মো মোয়াজ্জেম হোসেন, মো জিকরাউল হক, সাধন কুমার রক্ষিত, সংহিতা রক্ষিত, জয়কুমার ধাড়া, ইমরান হোসেন, প্রমুখ পাঠে অংশ গ্রহণ করেন। বেলা চারটার সময় এই মহতী অনুষ্ঠান শেষ হয়।