ফুরফুরা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষে আলিম, ফাজিল,হাই মাদ্রাসা কৃত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়

নুর মোহাম্মদ খান : ফুরফুরা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ২০২০ সালের আলিম, ফাজিল, হাই মাদ্রাসা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হলো ফুরফুরা শরীফে। এই করোনার আবহে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে (দূরত্ব বজায় রেখে) প্রত্যেকই মাস্ক পরে হাজির হন সেখানে। হুগলি জেলার সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালক তথা উক্ত সমিতির হুগলি জেলা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ এহতেশাম মামুন সাহেব জানান, অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় মাওলানা ওবায়দুর রহমান সাহেবের কন্ঠে তেলাওয়াতে পাক কোরআন এর মাধ্যমে। সমিতির মুখপত্র তথা হুগলি জেলা সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের তত্ত্বাবধানে মূলত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তিনি এবং তিনি আরো জানান সমিতির পক্ষ থেকে পিছিয়ে পড়া দুস্থ ছাত্রছাত্রীদের কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যায় সেদিকেও লক্ষ্য রাখবে এই সমিতি। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন রাজ্য কমিটির সভাপতি, জনাব রফিকুল ইসলাম সাহেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের সম্মানিত প্রধান জনাব শামীম আহমেদ সাহেব, জনাব সৈয়দ সাফাকাত হোসেন সাহেব, তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন তার সুন্দর বক্তৃতার মাধ্যমে। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার মাদ্রাসা ও হাইস্কুলের সম্মানিত প্রধান শিক্ষক ও সহ শিক্ষক-শিক্ষিকাগণ। কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে এবছর ফাজিলে যুগ্মভাবে প্রথম স্থান অধিকারকারী ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র পীরজাদা উজায়ের সিদ্দিকী তার ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভীষণভাবে সে আনন্দিত এ কথা জানান। সমিতির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে আলাদা আলাদা মানপত্র এবং কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ফুরফুরা শরীফের পীরজাদা তামিম সিদ্দিকী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।