বর্ধমানের ২নং জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত তিন

সেখ সামসুদ্দিন : জিটিরোড বা হাইরোডের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক বা ইঁট বালি পাথরের ব‍্যবসা থেকে নিত‍্য পথ দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের নজর পড়ে না। সুতরাং দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কায় ফের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ কাড়লো একই পরিবারের তিনজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের কাছে। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় গাড়ির চালক ও একটি বাচ্চা। তাদের উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। মৃত তিনজনের নাম বিনয় শ্রীবাস্তব (৫২), মনোরমা দেবী(৪৮) ও পরিবারের এক সদস‍্য। এদের বাড়ি কলকাতার কসবায়। দিন কয়েক আগে পারিবারিক অনুষ্ঠানে দেশের বাড়ি বিহারের ছাপড়ায় গিয়েছিল। এদিন রাতে তারা দুটি চারচাকা গাড়ি করে ছাপড়া থেকে কসবার উদ্দেশ্য রওনা দেয়। বিনয় ও মনোরমা স্বামী স্ত্রী। তারা বৌমা জুহিকে নিয়ে কলকাতা ফিরছিলেন।ফেরার পথে দুর্ঘটনা।