|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি নদীয়া,কংগ্রেসের রাজীব গান্ধী, সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের এই রাজনীতিবিদ নদীয়া জেলার প্রায় প্রত্যেকটি ব্লকের শহরের কংগ্রেস কর্মীদের চিনতেন এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভর যোগ্য নেতৃত্ব হয়ে উঠেছিলেন। তেহটটো বিধানসভা , বাদেও তিনি বিধায়ক হিসেবে জয়লাভ করেন পাশের বিধানসভা কেন্দ্রে। একসময় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। তাকে বাদ দিয়েই তার বিধানসভার এলাকায় ২০২১ এ নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী মনোনীত করার ব্যাপারে আলোচনায় ডাকা হয়নি তাকে, আর সেই অভিমানী গত ১০ ই মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। কিছুদিন আগে করনায় আক্রান্ত হন তিনি , এরপর থেকে কলকাতাতে এপোলো হসপিটালে ভর্তি ছিলেন। আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। জেলা এবং রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেন।