|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে ফের আশ্চর্যজনক ঘটনা ঘটলো ডিমের রং সাদা না হয়ে গোলাপি। এই ডিমকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিসের ডিম তা একমাত্র নির্ণয় করতে পারবেন ল্যাবরেটরি। কাটোয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার রায় গত বৃহস্পতিবার বাজার থেকে ১০টি ডিম কিনে আনেন তার বাড়িতে। বাড়িতে রান্না করার সময় একটি সেদ্ধ ডিম ছাড়িয়ে দেখা যায় গোলাপি রঙের। অশোকবাবু ছেলে কৌশিক রায় শুক্রবার ডিমটিকে কাটোয়ার পশু চিকিৎসালয়ে নিয়ে যায়। ডাক্তারবাবুরা কৌশিক রায়কে বললেন ডিমটিকে ল্যাবরেটরিতে পাঠানো হবে পরীক্ষা জন্য। ডিমটি গোলাপী হওয়ার জন্য পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।