বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে সৌন্দর্যায়ন ঘটাতে এগিয়ে এলো গাছ গ্রুপ

লুতুব আলি, বর্ধমান, ১৫ অক্টোবর : সবুজায়ন করে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে সৌন্দর্যায়ন ঘটাতে গাছ গ্রুপের সদস্যরা ১৫ অক্টোবর বৃক্ষ শিশুর রোপন করল। নেতৃত্ব দেন গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড: কৌস্তভ নায়কের তত্ত্বাবধানে গাছ গ্রুপের সবুজায়নের অনুষ্ঠানটি হয়। অরূপ চৌধুরী বলেন, মৌসুমী বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে বর্ষাও চলে যাচ্ছে সেই কারণে অতি তৎপরতার সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে গাছ গ্রুপ সবুজায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। মূলত বর্ষার সময়ই গাছ লাগানোর আদর্শ সময় বলে তিনি জানান। বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে এদিন পলাশ, রঙ্গন, ফক্সটেল, অর্কারিয়া কুকি, বৃক্ষ শিশুগুলি লাগানো হয়। বিশ্বভারতী শান্তিনিকেতনের অধ্যাপক ড: বিতান মণ্ডল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, গাছ গ্রুপ সমগ্র দেশে এক আলোর দিশা দেখাচ্ছে। এখান থেকে শিক্ষা নিয়ে বীরভূম জেলাতেও সবুজায়ন ঘটানোর কাজে অগ্রসর হব। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু, প্রধান শিক্ষক সুহাস সামন্ত, গোপাল ঘোষাল, ড: বনবিহারী মন্ডল, শিক্ষক রাজেশ হালদার, কালিদাস মল্লিক, অরূপ সাহা, রহিম আলী মল্লিক, শেখ ইসমাইল, বিপদতারণ মিশ্র, সর্বশিক্ষা মিশনের জেলা কো-অর্ডিনেটর শেখ-মিসকিন আলী, কলেজ ছাত্রী অনিন্দিতা সাহা। রাম আশিস হিন্দি হাই স্কুলের শিক্ষক স্বপন দে র নেতৃত্বে এন সি সি র শিক্ষার্থীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অন্যদিকে এদিন গাছ গ্রুপের সক্রিয় সদস্য সুফি মুন্সি আলমের নেতৃত্বে খণ্ডঘোষের কুঞ্জনগর কবরস্থানে ১০০ টি আমগাছ লাগানো হয়। এখানকার গ্রামবাসীরা ও অংশগ্রহণ করেন।