|
---|
সেখ সামসুদ্দিন, ২৮ জুন, বর্ধমান : শ্রেয়স ঘোষ নামে ১০ এ পা দেওয়া বাচ্ছাটির ইচ্ছা ছিল জন্মদিন পালন করবে বন্ধুদের সাথে। কোভিডে ঘরবন্দি হয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা বাচ্চাদের। বাড়িতে পার্টি বা বাচ্চাদের নিয়ে একত্রে অনুষ্ঠান করা কার্যত ঝুঁকির, ৮ থেকে ৯ পেরিয়ে ১০ এ পা দিলেও জন্মদিনের অনুষ্ঠান হয়নি দুই বছর। ফলে মন খারাপ ছিল একটু। অবশেষে মুশকিল আসান করেন তার বাবা সুকান্ত ঘোষ। ছেলের মন ভালো করতে আয়োজন করলেন অন্যরকম জন্মদিনের উৎসব। বর্ধমান স্টেশনের ভবঘুরে বাচ্চাদের নিয়ে পালন করলেন ছেলের জন্মদিন। ছেলের মান ভাঙ্গাতে ভবঘুরে বাচ্ছাদের মধ্যে বিতরিত হল কেক বিস্কুট চকলেট। স্বেচ্ছাসেবী সংস্থা পল্লীমঙ্গল সমিতি ব্যবস্থা করে সম্পূর্ণ অনুষ্ঠানের। স্টেশন চত্বরের বাচ্চাদের সাথে অন্যরকম জন্মদিন পালন করতে পেরে খুশি শ্রেয়স। আর তার বাবা সুকান্তবাবু জানান “অন্যরকম অভিজ্ঞতা হল। আগামী বছর এদের নিয়ে আরো ভালো করে অনুষ্ঠান করব।”পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার বলেন “স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি হয়েছে। একটি বাচ্চার গৃহবন্দী দশা কাটিয়ে জন্মদিন উদযাপনে সঙ্গী হতে পেরে দারুণ ভাল লাগছে।”