|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৯ ডিসেম্বর : বর্ধমান শহরের উপকণ্ঠে তেজগঞ্জ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি র চেয়ারম্যান কাকলি তা গুপ্ত। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে কাকলি তা গুপ্ত ও সন্দীপ কুমার চক্রবর্তী মহাশয় কোরাস সংগীত পরিবেশন করে সকলকে তাক লাগিয়ে দেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি জাতীয় শিক্ষক, গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই বিদ্যালয়টি পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন ঘটিয়ে জেলা স্তরের প্রথম সারিতে এসেছে। বিদ্যালয় কে তিনি মন্দিরের সঙ্গে তুলনা করেন। সুবর্ণ জয়ন্তী র মূল অনুষ্ঠানের প্রাক্কালে একটি বর্ণাঢ্য পদযাত্রা শিক্ষামূলক বিভিন্ন বার্তা নিয়ে এলাকা পরিক্রমা করে। উল্লেখ্য, অনুষ্ঠানের সকল অতিথিদের শিশু বৃক্ষ, পুষ্পস্তবক, উত্তরীয়, স্মরণিকা চোখের আলো দিয়ে বরণ ও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর আশীষ কুমার পানিদ্রোহী, এই বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ফ্যাকাল্টি অফ সাইন সুনীল কার্ফা, বিশ্ববিদ্যালয়ের জুলজির হেড অফ দা ডিপার্টমেন্ট অধ্যাপক কৌশিক ঘোষ, সুবর্ণ জয়ন্তী কমিটির সভাপতি দেবনারায়ণ গুহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিতাই চন্দ্র কাইতি, কামারপুকুর মত মিশনের মহারাজ স্বামী অবধূ তা নন্দজি, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম এর ভাইস প্রেসিডেন্ট প্রো তুস্তি মাতা, শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্য চক্রের সন্ন্যাসী অক্ষয় গিরি, এ আই অরুণ কুমার মন্ডল, উদয়পল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক ড: গোপাল ঘোষাল, মাঝখান্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, শিক্ষক তথা গাছ গ্রুপের সক্রিয় সদস্য রাজেশ হালদার, ড: অজন্তা সাহা বসাক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জয়েন ডাইরেক্টর অফ এগ্রিকালচার সুকান্ত মুখার্জি, কাঞ্চন নগর ডি এন্ড দাসের প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক সুভাষ দত্ত, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতা সুমিত্রা মুখার্জি প্রমুখ। সুবর্ণজয়ন্তীর দ্বিতীয়ার্ধে মনোজ্ঞ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান সূচনা ভাবে সঞ্চালনা করেন এই বিদ্যালয়ের শিক্ষক বিশ্বরূপ দাস।