|
---|
নিজস্ব সংবাদদাতা: রায়পুর ‘নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হলো৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত রায়পুর ফুটবল ময়দানে রায়পুর ‘নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে ১২০ জন শীতার্থ দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি প্রায় ৪০০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পরবর্তীতে তাদের প্রয়োজন মতো ফ্রীতে চশমা প্রদান ও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা ভৌমিক, হরিহরপাড়া থানার ইন্সপেক্টর ইন চার্জ অমিত নন্দী, জিতারপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শিরতাজ শারিয়ার৷ শিরতাজ শারিয়ার সংশ্লিষ্ট বিষয়ে বলেন, “আজকে এখানে এলাকার কিছু যুবক যারা আমাদেরই ছাত্র, অত্যন্ত গর্ববোধ হচ্ছে তাদের জন্য । তারা যে প্রকৃত শিক্ষা পেয়ে, সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এতটা মরিয়া এবং প্রতিজ্ঞাবদ্ধ তা আমাকে আপ্লুত করেছে, গর্বিত করেছে। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। এতো বড় অঞ্চলে এতগুলো মানুষ নানাভাবে পীড়িত, দারিদ্রগত ভাবে বিশেষত স্বাস্থ্যগত সমস্যা, অর্থনৈতিক সমস্যায় কিছুটা সাহায্য করবার জন্য NGO প্রতিষ্ঠা করাটা সত্যিই অনস্বীকার্য। আমি অত্যন্ত গর্ববোধ করছি।”