দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আসিফ রনি, মুর্শিদাবাদ : দিল্লিতে জয়জয়কার বাংলার নবাবের জেলার, কেন্দ্রীয় সরকার দ্বারা দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী গ্রাম।জানা যায়, কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক আয়োজিত সেরা পর্যটন গ্রাম কম্পিটিশনে সারা দেশ থেকে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রাম।বৃহস্পতিবার দুবাই থেকে সোশাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। যে গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পর্যটন মন্ত্রক। মুখ্যমন্ত্রী কিরীটেশ্বরীর গ্রামবাসীদের অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা , ‘৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করবে ভারত সরকার’। বাংলার গ্রামের যে অনন্য মুকুট জয়ের সুবাদে কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী লিখেছেন ‘জয় বাংলা’।

     

    জানা যায় এই গ্রামেই রয়েছে বিখ্যাত কিরীটেশ্বরী মন্দির। ঐতিহ্য মতে, এটি ৫১ পীঠের এক পীঠ। এখানে সতীর মুকুট বা কিরীট এখানে পড়েছিল।

     

    নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্র মন্ডল জানান – একটি প্রত্যন্ত গ্রাম যা ৫১ পীঠের একপীঠ। এটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য দীর্ঘদিন থেকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

     

    নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোঃ এনায়েতুল্লাহ জানান – এই মন্দির কে উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনে পানীয় জল, শৌচালয় ,লাইট থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছি । আগামী দিনে আরো কাজ করার পরিকল্পনা রয়েছে।

     

    নবাবের জেলা মুর্শিদাবাদের মুকুটে আরো একটি পালক জুড়লো। গৌরবময় ইতিহাসকে বহন করে চলতে থাকা মুর্শিদাবাদের আরও একটি খুশির দিন।