|
---|
নিজস্ব সংবাদদাতা : পানাগড় প্রতিবছরের ন্যায় এ বছর ও গত ১৯ ও ২০ জানুয়ারি ২০২৩ এই দু’ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মামূন ন্যাশনাল স্কুল পানাগড়, গার্লস ক্যাম্পাসে। প্রখ্যাত বাগ্মী ও ইতিহাসবিদ মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এই ক্যাম্পাসটি। পশ্চিমবঙ্গ শিক্ষার মানচিত্রে জায়গা করে নেওয়া এই তিনটি প্রতিষ্ঠান হলো মেমারিতে বয়েজ , পান্ডুয়ায় গার্লস আর পানাগড় গার্লস ক্যাম্পাস।
১৯ জানুয়ারি,২০২৩, বৃহস্পতিবার জাতীয় সংগীত এর মাধ্যমে, আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিন ছিল হিট আর দ্বিতীয় দিন হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী সভা।
পঞ্চম হতে দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান ও কলা বিভাগ) পাঁচ শতাধিক ছাত্রীর মধ্যে প্রায় ৩ শতাধিক ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় আকর্ষণীয় অনেক খেলার ব্যবস্থা ছিল। ১০০ ও ২০০ মিটার রেস ,ব্রেকিং পট, শর্ট পুট ,লং জাম্প, স্ট্যান্ডিং ব্রড জাম্প, মেমোরি টেস্ট, ব্যালেন্স রেস, স্যাক রেস ও বিস্কুট রেস ইত্যাদি নানাবিধ ইভেন্ট ছিল।
মিউজিক্যাল চেয়ার ও দড়ি টানাটানিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষিকা মন্ডলী ও অশিক্ষক মহিলা কর্মীগণ। এই রকম ইভেন্টে উপস্থিত ছাত্রীরা চরম উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করে। প্রতিযোগিতার সবশেষে হয় ‘যেমন খুশি তেমন সাজো’। এছাড়া আর এক অভিনব প্রতিযোগিতার আয়োজন ছিল। বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। এই রকম খাওয়ার প্রতিযোগিতায় সামিল হতে পেরে ছাত্রীরা চরম আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। বিভিন্ন ইভেন্ট জয়ী ছাত্রীদের মেডেল ও সার্টিফিকেট অফ অনার প্রদান করা হয়। তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে, সেরা প্রতিযোগীর পুরস্কার পায় রুকসা মন্ডল (দ্বাদশ শ্রেণি,বিজ্ঞান বিভাগ)।
সার্বিকভাবে প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন ইংরেজি শিক্ষিকা পূজা সাউ, গণিতের শিক্ষিকা আফরোজা বেগম ও এডুকেশনের শিক্ষিকা শবনম খাতুন। এছাড়া বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষিকার প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ এবং সহযোগিতায় দুদিনের এই কর্মসূচি সুন্দর , প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত হয়ে ওঠে।