ভাষা ও চেতনা সমিতি ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৮ই ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন ধরে মাতৃ ভাষা দিবস পালন করছে

নিজস্ব সংবাদদাতা :ভাষা ও চেতনা সমিতি দীর্ঘ ২৫ বছর ধরে মাতৃ ভাষা দিবস পালন করে আসছে। এ বছর ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৮ই ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন ধরে মাতৃ ভাষা দিবস পালন করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে । ১৮,১৯,২১ বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অ্যাকাডেমির সামনে ছাতিম তলায় দুই বাংলার লেখক, কবি এবং শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে। ২০শে ফেব্রুয়ারি বিকাল ৫ টা থেকে চাতিমতলায় সারারাত ব্যাপী নাচ, গান, কবিতা ও নাটক , জাদুর ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন ভাষা ও চেতনা সমিতির কর্ণধার ড. ইমানুল হক জানান আমাদের এই অনুষ্ঠানে সহায়তা করছে নবজাগণ ও গুরুচন্ডালি।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মামুনুর রশিদ, প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, রূপা মজুমদার , অরুন্ধতী মুখোপাধ্যায়, রঞ্জন প্রাসাদ, পার্বতী গুপ্ত, জোনাকি সরকার, সুবীর মণ্ডল প্রমুখ । বাংলা ভাষা প্রচার ও প্রসারে আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে বলে জানান ড. ইমনুল হক।