|
---|
নতুন গতি প্রতিবেদক : আজ আরামবাগ, রামমোহন হলে, রাজা রামমোহন রায়ের ২৫০ তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে, ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সংগঠনের সম্পাদিকা রিয়া মন্ডল জানান উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভারতে যুক্তিবাদ ও মানবতাবাদ এর বিকাশ ঘটে। এই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয় মনীষীগণ কুসংস্কারের অভিশাপ থেকে সমাজের মুক্তির জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন। এই মনীষীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন ‘রাজা রামমোহন রায়’। যাকে- ভারতীয় সমাজ সংস্কারের ‘অগ্রদূত’ বা ‘পথিকৃৎ’ বলে সম্মানিত করা হয়।সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা পরিবর্তনে তিনি উদ্যোগী হন। যথা-
১) সতীদাহ প্রথা বন্ধ করা।
২) জাতিভেদ প্রথার বিরোধিতা।
৩) নারী কল্যাণ।
৪) বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা।
৫) অন্যান্য সামাজিক সংস্কার।