|
---|
নিজস্ব সংবাদদাতা : বেহালায় (Behala) একাকী মহিলার রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
জানা গিয়েছে. মৃত মহিলার নাম কমলিকা দাশগুপ্ত। বয়স আনুমানিক ৪৮ বছর। বছর ১০ আগে বাবার সঙ্গে বেহালা রাজা রামমোহন রায় রোডের একটি আবাসনে থাকতে শুরু করেন কমলিকা। বাবা সুজিতকুমার দাস সরকারি চাকরি করতেন। বাবা-মেয়ের সংসার দিব্য চলছিল। তবে প্রতিবেশী সূত্রে খবর, দরকার ছাড়া ঘর থেকে বের হতেন না দু’জনের কেউই। আবাসনের অন্যান্যদের সঙ্গেও বিশেষ মেলামেশা করতেন না। বছর চার-পাঁচেক আগে মৃত্যু হয় সুজিতবাবুর। সেই থেকে সম্পূর্ণ একা কমলিকা। আবাসনের অন্যান্যরা জানিয়েছেন, গত কয়েকদিনে একবারও কমলিকাকে দেখতে পাননি তাঁরা। তবে তাতে কারও সন্দেহ হয়নি। এদিকে কদিন ধরে আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। তবে তাঁরা বুঝতে পারছিলেন না গন্ধের উৎস কী।রবিবার সকালে সেখানকার বাসিন্দারা বুঝতে পারেন, দুর্গন্ধ আসছে কমলিকাদেবীর ফ্ল্যাট থেকেই। সঙ্গে সঙ্গে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙতেই উদ্ধার হয় কমলিকার দেহ। মহিলার দেহে পচন ধরেছিল বলে খবর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।