|
---|
ভূপতিপুর রেড স্টার ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দিলো গ্রামের অসহায় মানুষের জন্যে
ইলিয়াস মল্লিক: বিশ্বজুড়ে মহামারী করোনার কোভিট-১৯ তে আতঙ্কিত, মৃত্যুদরে মানুষ নিজেকে ঘরের চার দেয়ালে বন্দী করে রেখেছে, পালন করা হচ্ছে দেশব্যাপী লক ডাউন। হয়ত লক ডাউন করে করোনার প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু এই লক ডাউনে নিম্ন শ্রেণীর দিনমজুর মানুষগুলো আজ খাদ্যাভাব অনাহারে দিশেহারা। তারা এখন ঘরে ক্ষুধার্ত শিশুর করুণ আকুতি দেখে ভুলে গেছে মহামারী করোনার কথা। অসহায় হয়ে ঘরের বাচ্চা শিশুটির মুখে অন্ন জোটানোর জন্য হয়ত কেউ বাইরে বের হয়েছিলো কিন্ত পুলিশের লাঠি খেয়ে শেষে খালি হাতে ফিরে আসতে হয়েছে আর প্রকৃতির এই প্রকোপকে নিরবে মেনে নিতে হয়েছে।
কিন্তু উচ্চশ্রেনীর ক্ষমতাশালী ধনী সমাজ নিজামুদ্দিন, রাম-নবমীর, রাজনীতি করতে ব্যস্ত ঠিক সেই সময়েই হাওড়ার এক ছোট্ট গ্রাম ভূপতিপুরের রেড স্টার ক্লাব গ্রামবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। অসহায় মানুষের হাতে তুলে দিলো দুমুঠো অন্ন। সকালবেলায় মালপত্র কেনাকাটা করা হয়েছিল লক ডাউনের বিধিনিষেধ মেনেই। তারপর আজ বিকালে ক্লাবের সদস্যরা গ্রামের দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিলো সেই সমস্ত খাদ্য সামগ্রী।
ক্লাবের সেক্রেটারি বদরে আলম মল্লিক বলেন লক ডাউনের শুরুতেই ক্লাব কতৃপক্ষ এই বিষয়ে আলোচনা করে উদ্যোগ নিয়েছিল কিন্তু প্রথম সপ্তাহে তেমন খাদ্যের অভাব দেখা দেয়নি বলে আজকের দিনে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। খাবারের প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ, বিস্কুট, মুড়ি, মশলা ছাড়াও ১০ রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব থেকে দ্রব্য সামগ্রী দেওয়ার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা ও দূরত্ব রাখার পরামর্শ দেওয়া হয়। মানুষকে ঘরে থাকতো ও স্বাস্থ্য সচেতন করা হয় ক্লাবের পক্ষ থেকে। ঐ দিন উপস্থিত ছিলেন গ্রামে মসজিদের কিছু মুসুল্লি সহ পেশ ঈমাম সেখ রফিক সাহেব ও ক্লাবের সভাপতি সিরাজ মল্লিক সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কিছু সদস্য সাইফুল্লাহ, সাগির, মোরসেলিম, আকিব, আজু, জাহির ও মোশারফ প্রমুখ ব্যক্তিরা।