|
---|
নতুনগতি প্রতিবেদক,চাঁচল: ০৫ এপ্রিল
লকডাউনে রবিবার ব্যক্তিগতভাবে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিলি শুরু করল চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপির প্রধান সাবিনা পারভিন।
উল্লেখ্য করোনা মহামারীকে প্রতিহত করতে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে ঘোষনাতে দুস্থ পরিবার গুলির রুজিতে টান পড়েছে। খেঁটে খাওয়া পরিবার গুলির অনটন শুরু হয়েছে ক্রমশ।
উনুনে হাঁড়ি চড়ানোর মানসিকতা হারিয়ে ফেলেছেন গ্রাম্য পরিবারগুলি।
তাই পরিবারগুলির আহার জোটাতে এক অভিনব উদ্যোগ প্রধান সাবিনা পারভিন।
রবিবার তিনি ব্যক্তিগত ভাবে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামের দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রী বিতরন পর্বে সামিল হয়েছিলেন চাঁচল মহকুমা আদালতের অ্যাডভোকেট মোস্তফা কামাল।
এদিন দুস্থ নিরীহ পরিবারের জন্য ১০০ কুইন্টাল চাল, ৩০ কুইন্টাল আলু,১৪ কুইন্টাল ডাল ও ২০০০ জীবানুনাশক ডেটল সাবানের আয়োজন করা হয় প্রধানের তরফে বলে জানা গেছে। দুস্থদের এই দুর্ভোগ মেটানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।