|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায় স্পষ্ট বোঝা গেলো যে মস্কোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত নয় ভারত।
সোমবার ওয়াশিংটনে এক বাণিজ্য সভায় তিনি জানান “কোয়াড সদস্যদের মধ্যে ভারতের অবস্থান ব্যতিক্রমী। এই বিষয়ে পদক্ষেপ করতে ভারত দোনামোনা করছে, তবে জাপান ও অস্ট্রেলিয়া অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। এবং এই বিষয়ে আমেরিকাকে ইঙ্গিতে বার্তা দিয়ে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের জ্বালানি সংক্রান্ত বিষয়ে রাজনীতি মেনে নেওয়া হবে না।