|
---|
সেখ সামসুদ্দিন, ১৯ মার্চঃ মেমারি বিধানসভার দলুইবাজার ২ অঞ্চলে দিদির দূত সুরক্ষা কবজ প্রচারকার্যের কর্মসূচি শুরু হয় বিধায়কের আশীর্বাদ প্রার্থনার মাধ্যমে। এই প্রচারকার্যের প্রারম্ভে, দলের নেতাকর্মীরা আমাদের আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দলুই বাজার ২ পঞ্চায়েতের মামদোতলা বুড়োরাজ মন্দির পরিদর্শন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। গ্রামীণ বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করা হয়।পরে দলুইবাজার ২ উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক এবং কর্মসূচি অনুযায়ী একজন অঞ্চলবাসীর বাড়িতে দুপুরে মধ্যান্যভোজন ও দলুইবাজার ২ পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলোচনা সভা করা হয়। বিকালে জনসংযোগে বাড়ি বাড়ি ও সভা করা হয় পাল্লা বাজারে। সন্ধ্যায় কর্মীসভা করা হয় চাঁচাই গ্রামে এবং নৈশভোজ ও নিশিযাপন করা হয় চাঁচাই গ্রামেই। আজ সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।