করোনা লকডাউনে দুঃস্থ মানুষদের পাশে চা বিক্রেতা

হরিশ্চন্দ্রপুর,২৪ এপ্রিল,মহ: নাজিম আক্তার:কথায় আছে ” মানুষ মানুষের জন্য” এমনই এক মানবিকতার পরিচয় দিলেন এক চা বিক্রেতা।দেশে এখন করোনা মহামারী। দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। কিন্তু লকডাউনের জেরে সব থেকে বেশি সমস্যায় পরেছে সাধারণ মেহনতি দরিদ্র মানুষেরা। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন এমনকি অনেক মানুষ নিজের থেকেই দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন। এমনই একজন রতন সাহা। তিনি কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি নন। তিনি একজন চা বিক্রেতা। চা বিক্রি করা জমানো টাকা থেকে চাল, ডাল ও আলু সহ নানা সামগ্রী কিনে দুঃস্থ মানুষদের হাতে তুলে দিয়ে এক মানবিকতার নজির গড়লেন।

    জানা যায় চাঁচল মহকুমার ভিঙ্গল জিপির কনুয়া বাজারের চা বিক্রেতা রতন সাহা। শুক্রবার কনুয়া গোপীনাথপুর এলাকার ৬০ টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।

    রতন বাবু জানান সে নিজে গরিব হয়েও জাতি-ধর্ম নির্বিশেষে গ্রামের দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
    কনুয়া বাজারে রয়েছে তাঁর একটি ছোট্ট চায়ের দোকান। সেই দোকানের আয় থেকেই চলতো পরিবার।লকডাউনের‌ জেরে সেও কর্মহীন হয়ে পরেছে।নিজে দুঃস্থ হলেও জাতি-ধর্ম না দেখেই গ্রামের অসহায় একজন চায়ের দোকানদারের মহানুভবতায় কার্যত প্রশংসার জোয়ার। এখানে রাজনৈতিক দল কিংবা কোনও গণ সংগঠনের থেকে কোনও অংশে কম নন রতন সাহা।