বৈদুতিক তারের শক দিয়ে দুটি পুর্নবয়ষ্ক হাতিকে মেরে ফেলা হল নেপালের বামনডাঙ্গিতে

নিজস্ব সংবাদদাতা:গত 1লা জুলাই এবং 5জুলাই বৈদ্যুতিক তারের শক দিয়ে দুটি পুর্নবয়ষ্ক হাতিকে মেরে ফেলা হয়েছে নেপালের বামনডাঙ্গিতে।এই ঘটনায় ভারতীয় পরিবেশপ্রেমী সংগঠন প্রচণ্ড ক্ষুদ্ব। কিভাবে তারা এই ঘটনা ঘটালো তার তদন্তের দাবী জানিয়েছে তারা।তারা দাবী করেছে অবিলম্বে নেপাল সরকারকে রাজ্য সরকারের সাথে আলোচনাতে বসতে হবে।জানা গেছে স্থানীয় পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি অঞ্চলে একদল হাতি নদী পার করে নেপালে ঢুকে পড়ে, সেখানে একটি হাতিকে ইলেকট্রিক শক দিয়ে মারা হয়,এরপরে আগামী 5তারিখে আরেকটি হাতিকে শখ দিয়ে মেরে ফেলা হয়।শুধু তাই নয় তারপরে তার দাত এবং লেজ কেটে নেয় নেপালের স্থানীয় লোকজন।এছারাও এরই মধ্যে একটি হাতির শাবককে নির্মমভাবে হত্যা করে নেপালের স্থানীয় মানুষ।এইভাবে নেপালে হাতিদের মেরে ফেলার কড়া নিন্দা করেছে বেশকিছু মানবাধিকার সংগঠন।একটি সংগঠন ঐরাবতের অন্যতম সংগঠক অভিযান সাহা জানিয়েছেন এই ঘটনাকে মেনে নেওয়া যায় না,হাতিরা কোন সীমানা বোঝে না,না বুঝে তারা এই কাজ করেছে।এটা ঠিক বহু এলাকায় হাতিরা জিনিস এবং বাড়িঘর নষ্ট করেছে,তাবলে তাদের সাথে এইভাবে আচরন করা কোনমতেই মেনে নেওয়া যায় না।কলাবাড়ির বাসিন্দারা জানিয়েছেন এইভাবে হাতিরা বহু ঘরবাড়ি নষ্ট করে দিয়েছে।তাই তাদের সাথে এই ব্যাবহার করছে গ্রামবাসীরা।তবে এইভাবে হাতিগুলিকে মেরে ফেলা চরম অন্যায়।