১৫০ জন ছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়া সচেতন শিবির এবং থ্যালাসেমিয়া নীর্ণয় পরীক্ষা।

মালদা ১৭ই জুলাই। মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে এবং বিবেক বাহিনী, মালদা ও ভারত স্কাউটস্ এন্ড গাইডসের সহযোগিতায় আজ মহোদিপুর হাই স্কুলের (উঃ মাঃ) ১৫০ জন একাদশ এবং দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়া সচেতন শিবির এবং থ্যালাসেমিয়া পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত থ্যালাসেমিয়া শিবিরে বক্তব্য রাখেন ডঃ বিদ্যুৎ ঘোষ মহাশয়, উনি ছাত্রীদের মধ্যে থ্যালাসেমিয়া সংক্রান্ত বক্তব্য রাখেন এবং সচেতন করেন।
বিশিষ্ট সমাজসেবী অনিল বিশ্বাস জানান ” থ্যালাসেমিয়ার একটি জটিল সমস্যা, আমরা অল্প সচেতন হলেই এই রোগ নির্মূল করতে পারি। তাই বিবাহের পূর্বে অবশ্যই রক্ত পরিক্ষা করানো উচিত।”
বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ জানান ” গ্রামের বিদ্যালয় গুলি থ্যালাসেমিয়া সংক্রান্ত ব্যপারে অনেকটাই পিছিয়ে, তাই আমরা গ্রামিণ বিদ্যালয়ে সচেতন শিবির এবং থ্যালাসেমিয়া পরিক্ষা করাতে উদ্যোগী হয়।”

    বিদ্যালয়ে শিক্ষক তারক ঘোষ জানান ” আমদের বিদ্যালয়ে এর আগে এই ধরণের সচেতন শিবির আগে কখন হয়নি, ছাত্রীদের নিয়ে যে সচেতন শিবির এবং রক্তপরিক্ষার শিবির করা হয় তাতে বিদ্যালয়ের ছাত্রীরা উপকৃত হবে। আমরা চাইবো আগামীদিনেও আমরা এই ধরণের প্রোগ্রাম আগামী দিনেও যেন হয় তার জন্য বিবেক বাহিনী এবং ভারত স্কাউটস্ এন্ড গাইডসের কাছে আবেদন জানাই।”