|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড় অংকের বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন আদানি এবং হিরানন্দানি শিল্পগোষ্ঠী।
প্রথমবার বাংলার বাণিজ্য শিল্প সম্মেলনে যোগ দিয়ে গৌতম আদানির বক্তব্য “রাজ্যের একাধিক শিল্পক্ষেত্রে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাংলায় লজিস্টিক হাব, ডেটা বেস সেন্টার, উৎকর্ষতার কেন্দ্র গড়বো আমরা। পরবর্তী সময়ে গ্রিন এনার্জি নিয়েও কাজ করবো আমরা। ২৫ হাজার কর্মসংস্থান হবে রাজ্যে। এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে।”
অন্যদিকে হিরানন্দানির বক্তব্য “ডেটা সেন্টারের ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে। চাকরি পাবে প্রচুর ছেলেমেয়ে।”