BGBS মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা রাজ্যপালের! কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বক্তব্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়শী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

    তিনি বললেন “আজ রাজ্য যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। বাংলা জ্ঞানের পীঠস্থান। দেশকে পথ দেখায়। বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। মানবসম্পদের দিক থেকেও অনেক এগিয়ে বাংলা। অর্থনীতির দিক থেকেও শ্রেষ্ঠ রাজ্য। শিল্পেও বড় সাফল্য পাবে বাংলা। বিনিয়োগের শ্রেষ্ঠস্থান এই রাজ্য।”

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লুক ইস্ট’ নীতির কথা তুলে ধরে তিনি বললেন “কেন্দ্র-রাজ্যের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে বাংলা। প্রধানমন্ত্রীও বাংলার প্রশংসা করেছেন। লুক ইস্ট নীতি নিয়েছে কেন্দ্র। আমার একমাত্র লক্ষ্য বাংলার উন্নতি। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনেক আশা।”

    তবে এদিন মঞ্চ থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন “আমরা কেন্দ্রীয় সরকারের থেকে সব রকমের সাহায্য চাই। আমি রাজ্যপালকে অনুরোধ করব, আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলুন। যাতে বিভিন্ন এজেন্সি দিয়ে শিল্পপতিদের হয়রান না করা হয়।”