|
---|
শিলিগুড়ি: বেঙ্গল সাফারিতে অন্ধকার নেমে আসল ক্যাঙ্গারুগুলির অসুস্থতা নিয়ে।তিনটে ক্যাঙ্গারুর মধ্যে একটি নিহত এবং দুটো ক্যাঙ্গারুর অবস্থাও ভালো নয়।খুব সম্ভবত ডিহাইড্রেশনের শিকার ওই ক্যাঙ্গারুগুলি ঠিকমতো খাওয়া দাওয়া তো করছে না,এমনকি ঠিকমত বিশ্রাম নিচ্ছে না,ওই ক্যাঙ্গারুগুলিকে যারা পরিক্ষা করেছিলেন তারা জানালেন এইভাবে চললে ক্যাঙ্গারুগুলিকে ঠিক রাখা প্রচণ্ড মুষ্কিল।বিশেষজ্ঞরা জানিয়েছেন খুব সম্ভবত নিজেদের জায়গা না পেয়ে এইরকম মুষড়ে পড়েছে ক্যাঙ্গারুগুলি।
তবে শিলিগুড়ির বেঙ্গল সাফারির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ওই ক্যাঙ্গারুগুলিকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনে কলকাতা থেকেও বিশেষজ্ঞ পশু চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা করানো হবে ওই ক্যাঙ্গারুগুলির।আপাতত ওই দুটি ক্যাঙ্গারুকে পূর্ন বিশ্রামে রাখা হয়েছে এবং তাদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে ওষুধ এবং জল খাওয়ানো হচ্ছে।যদি সুস্থ হয়ে ওঠে ওই দুটি ক্যাঙ্গারু তবে তাদের আপাতত বেঙ্গল সাফারিতেই রেখে দেওয়া হবে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারির দায়িত্বে থাকা আধিকারিক পূনম লেপচা।