|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এই নিয়ে পাঁচ দিনে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।
শুক্রবার রাতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ পয়সা এবং ডিজেল ৭৯ পয়সা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার ভোর ছ’টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীদের এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ৯৮.৬১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৯৩.০১ টাকা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। ১১৩.৩৫ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.৫৫ টাকা। বাণিজ্যনগরীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ ও ৮৫ পয়সা বৃদ্ধিতেই এই ফল।