|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সম্ভবত জুনে ভয়াবহ করোনার চতুর্থ ঢেউ আসতে চলেছে ভারতে। স্টিলথ ওমিক্রনের জেরেই বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।
গবেষকরা জানাচ্ছেন, আগামী জুনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হবে দেশে। জুন এবং জুলাই মাসে কোভিডের সংক্রমণ ফের শিখর ছোঁবে। অর্থাৎ এই সময়ের মধ্যেই সংক্রমণের গ্রাফ লাফিয়ে বাড়বে। শুধু তাই নয় আগামী অক্টোবর প্রযন্ত কোভিডের এই চতুর্থ ঢেউ ভারতে থাকবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ অক্টোবর পর্যন্ত দাপট দেখাবে স্টিলথ ওমিক্রন। করোনার এই নতুন কতটা ভয়াবহ হবে তা নির্ভর করবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের চরিত্রের উপর।