|
---|
নিজস্ব সংবাদদাতা; মালদা: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। গতকাল বিকালে এই ঘটনাটি ঘটে মালদা – নালাগোলা রাজ্য সড়কে হবিবপুর থানার জাজৈইল এলাকায়। মৃত ওই কিশোরের নাম জয় বর্মণ (১৭) বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ওই নাবালক কিশোর হবিবপুর থানার ধূমপুর গ্রাম পঞ্চায়েতের ফুলবন গ্রামের বাসিন্দা ছিল।
বাড়ির সামনেই একটি মোটরবাইক গ্যারেজে মেকানিকের কাজ করত সে। গতকাল বুধবার এক মোটরবাইক আরোহীর গাড়ি ঠিক করার পর সেটিকে পরীক্ষা করার জন্য নিয়ে বেরিয়েছিল সে। কিন্তু, হঠাতই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে মোটরবাইকটি। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বুলবুলচণ্ডী আর.এন.রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।