|
---|
বীরভুমের রাজনগরে টেগোর সোসাইটির উদ্যোগে ও বিরাটী বিবেক দিশারীর আর্থিক সহযোগিতায় ত্রাণ বিতরণ
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: কোভিড ১৯ পরিস্থিতির নিরিখে সোমবার বীরভূমের রাজনগর ব্লকের আবাদনগরে টেগোর সোসাইটির অফিস অঙ্গনে ত্রাণ বিতরণ কর্মসূচীর সূচনা করা হয়৷ পরে নিকটবর্তী তিনটি গ্রামে পড়ুয়াদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়৷ টেগোর সোসাইটির অধীনে চলা কোচিং সেন্টারের পড়ুয়া ছাড়াও সুপারভাইজার ও শিক্ষকদের হাতেও সেগুলি তুলে দেওয়া হয়৷
এদিন প্রায় সত্তর জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে এক প্রশ্নের উত্তরে জানান টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট , রাজনগর খয়রাশোল প্রকল্পের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী চন্দ্রকান্ত দত্ত৷ সোসাইটির আবাদনগর কার্যালয়ে সূচনাপর্বে কয়েকজন কচিকাঁচার হাতে সেগুলি তুলে দেন এই প্রতিবেদক সহ সংস্থার কর্মী ও অন্যান্যরা৷ জানা গিয়েছে, টেগোর সোসাইটির অধীনে চলা কোচিং সেন্টারের পড়ুয়াদের ( আবাদনগর, বাঁন্দি ও নিত্যনগর গ্রামে) বাড়িতে ওইসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়৷ চাল, ডাল, নুন, গুড়, সাবান প্রভৃতি এবং মাস্ক তুলে দেওয়া হয়৷ এইরুপ সামাজিক সেবামূলক প্রয়াস গ্রহণ করায় উদ্যোক্তা ও ব্যবস্থাপকদের ধন্যবাদ জানান শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা৷