বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন

নতুন গতি নিউজ ডেস্ক:সোমবার থেকে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের প্রক্রিয়া শুরু হলো সারা বীরভূম জেলা জুড়ে। পাঠদানের মান খতিয়ে দেখতে সারা জেলা জুড়ে পরিদর্শন করবেন আধিকারিকরা বলে জানানো হয়েছে জেলা সূত্রে। পশ্চিমবঙ্গে প্রথম বীরভূম জেলাতে এই ধরনের উদ্যোগ চালু হলে বলে জানান সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক।দীর্ঘদিন লকডাউন থাকার ফলে পাঠদান থেকে বিরত রয়েছেন ছাত্রছাত্রীরা।

    বৃহস্পতিবার পাইকর চক্রের বিভিন্ন এলাকায় ঘুরে শিক্ষাদানের মান খতিয়ে দেখেন সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। উপস্থিত ছিলেন পাইকর চক্রের এসআই মেহেবুব হোসেন, শিক্ষাকর্মী আনসারুল হক, অরিন্দম বোস, সুদীপ মাহাতো প্রমুখ। দীর্ঘদিন স্কুলছুট থাকার ফলে ছাত্র-ছাত্রীদের পাঠদানে যাতে কু-অভ্যাস না তৈরি হয় সেদিকে নজর দিতেই এই উদ্যোগ বলে জানান বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।

    সংসদ সূত্রে জানানো হয়েছে বীরভূম জেলাতে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় 3 লক্ষের অধিক,গত মার্চ মাস থেকে পঠন-পাঠন বন্ধ বিভিন্ন স্কুলে এর ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা।এদিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে লকডাউন শিথিল হলে আগামী জুলাই মাসেও খুলছেনা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ।