|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-বীরভূমের বনহাট অঞ্চলের ডহরলাগি গ্রামে ব্যাগ্রচন্ডী মায়ের পূজো দিলেন সাংসদ শতাব্দী রায় বনহাট অঞ্চলের ডহরলাগি গ্রামের গভীর জঙ্গলের ভিতরে ব্যাগ্রচন্ডী মায়ের পূজো দিলেন সাংসদ শতাব্দী রায়।
সঙ্গে ছিলেন বনহাট অঞ্চলের প্রধান জোহরুল ইসলাম এবং ১নং ব্লকের যুব সভাপতি পান্থ দাস মহাশয়। আজ সাংসদ কে কাছে পেয়ে অঞ্চলের মানুষ ভীষন খুশি।